'দাওয়াতে ইসলাম' নামে একটি সংগঠন গতকাল আত্মপ্রকাশ করেছে। জাতীয়
প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আত্মপ্রকাশের ঘোষণা দিয়ে নয় দফা
দাবিও জানিয়েছেন এর নেতারা। সেই সঙ্গে হেফাজতে ইসলামকে ৫ মে-র অবরোধ
প্রত্যাহারেরও আহবান জানিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিতে মাওলানা জহিরুল ইসলাম মিঞাকে (মুস্তাকিম হুজুর) আহ্বায়ক ও সৈয়দ মাওলানা এমদাদ হোসাইনকে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। লিখিত বক্তব্যে মাওলানা জহিরুল ইসলাম মিঞা বলেন, "আমাদের দেশে 'ভালোবাসা দিবস' বা থার্টিফার্স্ট নাইট ছিল না। এ ভালোবাসা দিবস বা থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে এ দেশে কে বেহায়া ও বেলেল্লাপনার বিষবৃক্ষ রোপণ করেছে আপনারা সবাই তাকে চেনেন। আপনারা সেই নাস্তিক মুরতাদকেও চেনেন, যারা এখন ইসলামী বুদ্ধিজীবী সেজে নেপথ্যে থেকে দেশকে অশান্ত করার বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। এরাই এ দেশের নাস্তিক-মুরতাদদের দীক্ষাগুরু। এসব নাটের গুরুকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তরুণ প্রজন্মের নাস্তিক্যপনা এক ফুতকারেই উড়ে যেত। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদী নিজেকে আলেম বলে দাবি করলেও তিনি ছিলেন ইহুদিদের চর। মওদুদীবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি যতটা না ইসলামের জন্য তার চেয়েও বেশি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের। নতুন এ সংগঠনের সারা দেশ থেকে আলেমদের নিয়ে ৫০১ সদস্যের কমিটি করা হবে বলে জানান নেতারা।
লিংক
সংবাদ সম্মেলনে ঘোষিত কমিটিতে মাওলানা জহিরুল ইসলাম মিঞাকে (মুস্তাকিম হুজুর) আহ্বায়ক ও সৈয়দ মাওলানা এমদাদ হোসাইনকে সদস্যসচিব হিসেবে রাখা হয়েছে। লিখিত বক্তব্যে মাওলানা জহিরুল ইসলাম মিঞা বলেন, "আমাদের দেশে 'ভালোবাসা দিবস' বা থার্টিফার্স্ট নাইট ছিল না। এ ভালোবাসা দিবস বা থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে এ দেশে কে বেহায়া ও বেলেল্লাপনার বিষবৃক্ষ রোপণ করেছে আপনারা সবাই তাকে চেনেন। আপনারা সেই নাস্তিক মুরতাদকেও চেনেন, যারা এখন ইসলামী বুদ্ধিজীবী সেজে নেপথ্যে থেকে দেশকে অশান্ত করার বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করে চলেছেন। এরাই এ দেশের নাস্তিক-মুরতাদদের দীক্ষাগুরু। এসব নাটের গুরুকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে তরুণ প্রজন্মের নাস্তিক্যপনা এক ফুতকারেই উড়ে যেত। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মওদুদী নিজেকে আলেম বলে দাবি করলেও তিনি ছিলেন ইহুদিদের চর। মওদুদীবাদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি যতটা না ইসলামের জন্য তার চেয়েও বেশি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের। নতুন এ সংগঠনের সারা দেশ থেকে আলেমদের নিয়ে ৫০১ সদস্যের কমিটি করা হবে বলে জানান নেতারা।
লিংক